মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৫২:১৮

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যায় একটি শিশু

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যায় একটি শিশু

আন্তর্জাতিক ডেস্ক:  ইয়েমেনে অনাহারের মুখে পড়েছে ৪ লাখেরও বেশি শিশু। এছাড়া ২২ লাখ শিশুর উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের সংস্থাটির মতে, দেশটিতে প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু ঘটে। দেশটিতে অপুষ্টির শিকার ৪ লাখ ৬২ হাজার শিশু। ২০১৪ সালের পর যা ২০০ শতাংশ বেশি।
 
সোমবার প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনের বরাতে এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এক বিবৃতিতে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি মেরিটক্সেল রেলানো বলেন, ‘মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশটির শিশুদের অবস্থা এখনকার মতো ভয়াবহ অবস্থায় কখনোই ছিল না।’
 
পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ তীব্র অপুষ্টি। এ ধরনের লক্ষণ থাকা শিশুদের উচ্চতা অনুযায়ী ওজন খুবই কম হয়। দৃশ্যত কঙ্কালসার ও ফিনফিনে হয় শিশুরা।
 
ইয়েমেনে ২০ মাস ধরে চলা যুদ্ধে সবচেয়ে ঝুঁকিতে আছে সাদা এলাকার শিশুরা। অঞ্চলটির ১০ শিশুর মধ্যে আটটিই ঝুঁকিতে। এ ছাড়া হোদেইদা, তাইজ, হাজ্জা ও লাহেজ অঞ্চলের শিশুদের অবস্থাও বেশ খারাপ।
২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোট হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলি এমন অবস্থায় শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। চ্যারিটি ডক্টরস উইদআউট বর্ডারস জানায় এই অবস্থা খুবই কঠিন।-আল-জাজিরা
 ১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে