মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৮:৫১

মুসলিম রোহিঙ্গাদের পক্ষে লেখায় সাংবাদিকের ‘মাথা কাটার’ জন্য পুরস্কার ঘোষণা বৌদ্ধদের

মুসলিম রোহিঙ্গাদের পক্ষে লেখায় সাংবাদিকের ‘মাথা কাটার’ জন্য পুরস্কার ঘোষণা বৌদ্ধদের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের এক সাংবাদিক রোহিঙ্গা মুসলমানদের নিয়ে প্রতিবেদন লেখায় বৌদ্ধ কট্টরপন্থিরা তাঁর মাথার দাম ধার্য করেছেন ২৯ হাজার ডলার৷ চলতি বছরের মার্চ মাসে তাঁর বাড়িতে বোমা হামলা চালানো হয়৷

তাঁর পরিবারকে ইয়াঙ্গুনে চলে যেতে বাধ্য করা হয়৷

মিন মিন এর মুখেই শুনুন রাখাইনের কাহিনি৷ ‘‘হাসপাতালে একজন সন্তান সম্ভবা নারী তার স্বামীকে ফোন করতে চাইলে আমি আমার ফোন তাকে দিই৷ এসময় সেখানকার চিকিৎসক বলেন, ‘ঐ মেয়েটিকে সাহায্য করো না, সে একজন মুসলিম৷' এই একটি কথাতেই মিন মিন-এর মনে আমূল পরিবর্তন এনে দেয়৷ মিন মিন জানান, চিকিৎসক ঐ নারীকে বলেন ফোনের জন্য যাতে সে তাকে পয়সা দেয়৷

মিয়ানমানরের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে মিন মিন-এর বাস৷ যে এলাকাটি বৌদ্ধ ও মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এখন বেশ পরিচিত৷ বৌদ্ধ সংখ্যাগরিষ্ট দেশটি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিতে নারাজ৷ অথচ এই রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করছে৷ মিয়ানমারের বেশিরভাগ নাগরিকও সরকারের সঙ্গে একমত৷ তাদের মতে, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী৷ জাতিসংঘ বলছে, ১১ লাখ রোহিঙ্গা বিশ্বের সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু৷

রোহিঙ্গা মুসলিমরা তাদের উপর নির্যাতন, ... ও হত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছে৷ মিন মিন একজন সাংবাদিক৷ যিনি জার্মান সংবাদ মাধ্যম ডিপিএ-কে জানালেন, ছোটবেলা থেকেই তিনি জেনে এসেছেন মুসলমানরা তাদের জন্য একটা হুমকি৷ তাই রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইন রাজ্য ফিরে পেতে হবে তাদের৷ তবে দীর্ঘ পাঁচ বছর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় থাকার পর মিন মিন বাস্তব অবস্থা বুঝতে পেরেছেন৷ হাসপাতালে চিকিৎসকের ঐ একটি কথায় তিনি উপলব্ধি করেছেন মিয়ানমারের মুসলমানদের উপর কী ধরনের অত্যাচার হচ্ছে৷

এরপর থেকেই মিন মিন রাখাইন রাজ্যে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়ে লেখালেখি শুরু করেন৷ তিনি অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরেন সেখানকার রোহিঙ্গারা কী কী মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে৷ এমনকি চিকিৎসা করাতেও তাদের কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় তাও তাঁর লেখায় ফুটে উঠেছে৷

সংবাদ সংস্থা ডিপিএ-কে দেয়া সাক্ষাৎকারে মিন মিন বলেন, দু'পক্ষের কেউই কারো কথা শোনে না৷ তাই এ সমস্যার সমাধান হওয়া প্রায় অসম্ভব৷ তবে মিন মিন-এর প্রতিবেদনের কারণে রাখাইনের অধিবাসীরা তার উপর ক্ষুব্ধ হন৷ চলতি বছরের মার্চ মাসে তার সিতওয়ের বাড়িতে বোমা হামলা চালানো হয়৷ তার পরিবারকে ইয়াঙ্গুনে চলে যেতে বাধ্য করা হয়৷ বৌদ্ধ কট্টরপন্থিরা তার মাথার দাম ধার্য করেন ২৯ হাজার ডলার৷

এত হুমকির পরও মিন মিন পিছিয়ে থাকেননি৷ এই মাসেই নতুন পত্রিকা প্রকাশ করেছেন তিনি৷ নাম দিয়েছেন ‘রুট' বা শেকড়৷ সেখানে লেখা প্রতিবেদনগুলোতে তিনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন৷ না বৌদ্ধ না মুসলিম কারো পক্ষেই কথা বলেননি তিনি৷

রাখাইন রাজ্যটি অত্যন্ত দরিদ্রদের এলাকা৷ অক্টোবর থেকে এই এলাকাটিতে আবারও শুরু হয়েছে সংঘাত৷ মিয়ানমার সরকারের দাবি রোহিঙ্গারা ন'জন সীমান্ত রক্ষীকে হত্যা করেছে৷ ঐ ঘটনার পর রাখাইন রাজ্যের সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা ঘিরে রাখে সেনাবাহিনী৷ তাদের দাবি, এ সময় রোহিঙ্গারা ছুড়ি আর দা নিয়ে তাদের উপর হামলা চালায়৷ ঐ ঘটনার পর থেকে অন্তত ২০ হাজার রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে৷ এ ঘটনায় নিহতের সঠিক সংখ্যা জানা না গেলেও রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ এখনও সংঘাতপূর্ণ এলাকায় আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷-ডিডব্লিউ
১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে