আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে শহিদ দিবস পালিত হল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। সীমান্ত শহর হিলিতে সেনাবাহিনী ও সাবেক সৈনিক সংঘের উদ্যোগে শহিদ দিবস পালিত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালিন পাকিস্তান বাহিনীর হাতে ১২৭ জন ভারতীয় সেনা নিহত হন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর হিলি ফুটবল মাঠে তাদের গণদাহ করা হয়েছিল। পরবর্তী সময়ে জেলার সাবেক সৈনিক সংঘ ও সেনা বাহিনীর ২০২ মাউন্টটেন্ট ব্রিগেডের পক্ষ থেকে হিলি ফুটবল মাঠে দুইটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
সোমবার ওই স্মৃতি স্তম্ভে শহীদদের পুস্পার্ঘ প্রদান করেন ভারতের ২০২ মাউন্টটেন্ট ব্রিগেডিয়ার ভি গনেশ মহান্তি, দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক অগাস্টিনলেপচা, সেনাবাহিনী ও বিএসএফের বিভিন্ন কর্মকর্তারা। এদিনের শহিদ দিবস পালন উপলক্ষে হিলির বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শহীদদের স্মরণে ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত ও দেশাত্ববোধক নাচ-গানও পরিবেশন করে।
১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস