মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৬:৪১

গুরুতর অভিযোগ তুলে মমতা ব্যানাজীর বিরুদ্ধে এফআইআর!

গুরুতর অভিযোগ তুলে মমতা ব্যানাজীর বিরুদ্ধে এফআইআর!

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি সংঘাত বড় চেহারা নিল। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর সম্পর্কে কু-মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর বিকেলেই কলকাতার জোড়াসাঁকো থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তৃণমূলনেত্রীর দিল্লি অভিযান সম্পর্কে বলেন, ‘দিল্লি পুলিশ কেন্দ্রের হাতে রয়েছে। আমরা ইচ্ছা করলেই তাকে চুলের মুঠি ধরে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আমরা সেখানে কোনও বিরোধিতা করিনি।’

সোমবার তার জবাবে কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুর রহমান বরকতি ঘোষণা করেন, ইসলামেই বিধান রয়েছে যে, শয়তানকে দেখলেই পাথর ছুড়তে হবে। তাই দিলীপ ঘোষকে যেখানেই দেখবেন, সেখানেই পাথর ছুড়বেন। এই নিয়ে তিনি ফতোয়া জারি করবেন বলেও জানান।

এর জবাবে আরও কড়া ভাষায় ইমামকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, ‘ওই সব ফতোয়াকে বিজেপি ভয়ও পায় না, পাত্তাও দেয় না। ইমামের মনে রাখা উচিত এটা ভারত। বাংলাদেশ বা পাকিস্তানের মতো ইসলামি রাষ্ট্র নয়। ওই সব ফতোয়া উনি মমতাকে দিন।’

একজন মহিলা রাজনীতিকের চুলের মুঠি ধরার প্রসঙ্গ নিয়ে সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। এর পরে মঙ্গলবার প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন তিনি। এর পরে জোড়াসাঁকো থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও ভারতীয় সেনা সম্পর্কে খারাপ মন্তব্য করার অভিযোগ তুলে এফআইআর করেন।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘লড়াই শুরু হল। শুধু তৃণমূলনেত্রী নন তার দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুর রহমান বরকতির বিরুদ্ধেও অশান্তি ছড়ানোর অভিযোগে এফআইআর করা হবে।’ এবেলা

১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে