বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০১:২৭:৩৫

ইসরাইলকে যুদ্ধবিমান দেওয়ায় তীব্র সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের

ইসরাইলকে যুদ্ধবিমান দেওয়ায় তীব্র সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : দুটি এফ-৩৫ যুদ্ধবিমান ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বিশাল বাজেটের মার্কিন সামরিক খরচ কমানোর কথা উল্লেখ করে এফ-৩৫ প্রকল্পের সমালোচনা করেন।

সোমবার ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এফ-৩৫ দুটি গ্রহণ করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বাইরে এবারই প্রথম উন্নত প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান কোনও দেশকে দেওয়া হলো। প্রতিকূল আবহাওয়ার জন্য অনুষ্ঠানটি শুরু হতে বেশ খানিকটা দেরি হয়।

এফ-৩৫ গ্রহণের অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারসহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট রুভেন রিভলিন অংশ নেন। কার্টার এফ-৩৫ যুদ্ধবিমানকে ‘আকাশে সবচেয়ে নির্ভরযোগ্য’ উল্লেখ করে বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র কতোটা প্রতিশ্রুতিবদ্ধ, এটা তারই নিদর্শন।’

তবে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এই ব্যয়বহুল এফ-৩৫ প্রকল্পের তীব্র সমালোচনা করে সামরিক খাতে ব্যয় সংকোচনের ইঙ্গিত দিয়েছেন।

সোমবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘এফ-৩৫ প্রকল্প এবং তার খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচাতে পারি আর ২০ জানুয়ারির পর সামরিক (এবং অন্যান্য খাতে) ক্রয়ের ক্ষেত্রে এমনটাই হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন বিমানের আদেশ বাতিলের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। ওই বিমানের খরচ মাত্রাতিরিক্ত হওয়ার কারণেই তিনি বোয়িংয়ের সঙ্গে করা ওই চুক্তি বাতিল করার কথা বলেছেন।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন বিমান ক্রয়ের আদেশ বাতিলের আহ্বান জানান ট্রাম্প। ৬ ডিসেম্বর এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য বোয়িং একদম নতুন ৭৪৭ এয়ার ফোর্স ওয়ান বিমান তৈরি করছে। কিন্তু এর খরচ নিয়ন্ত্রণের বাইরে। এর পরিমাণ ৪শ কোটি ডলারেরও বেশি। ওই চুক্তি বাতিল করা হোক।’ সূত্র: সিএনএন।

১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে