বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪০:১০

অবরুদ্ধ শহরটিতে যুদ্ধ শেষ, পালিয়ে যেতে চুক্তি!

অবরুদ্ধ শহরটিতে যুদ্ধ শেষ, পালিয়ে যেতে চুক্তি!

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে অবসান হল অবরুদ্ধ আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের। রুশ সমর্থিত সরকারি বাহিনী এখন আলেপ্পোর নিয়ন্ত্রণে। সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।

তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষ জনকেও যেন তাদের সাথে পালানোর সুযোগ দেয়া হয়।

আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার বার্তাটি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন।

বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।

আলেপ্পোতে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়।

এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে।

এর বাইরেও আরো নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে।

তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। -বিবিসি।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে