বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪১:২৯

কাশ্মীরের স্বাধীনতাকামী নিহত কমান্ডার বুরহানের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মেহবুবা

কাশ্মীরের স্বাধীনতাকামী নিহত কমান্ডার বুরহানের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মেহবুবা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির পরিবারকে আর্থিক অনুদান দেয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকার।

স্বাধীনতাকামীদের ওপর হামলার ঘটনায় নিহতদের এককালীন আর্থিক অনুদান দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। উপত্যকায় বিভিন্ন ঘটনায় নিহত ১৭ জনের পরিবারকে এই ধরনের অনুদান দেওয়া হচ্ছে। এর মধ্যে বুরহান ওয়ানির পরিবারও রয়েছে।

বছরখানেক আগে বুরহান ওয়ানির ভাইও ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মারা ‌যায়।

এ ব্যাপারে সোমবার একটি নির্দেশিকা জারি করেছেন পুলওয়ামার ডেপুটি পুলিশ কমিশনার। নির্দেশিকা জারির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা জানানোর কথা বলা হয়েছে।

পুলওয়ামা জেলা প্রশাসনের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, স্বাধীনতাকামীদের ওপর হামলায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়ার ব্যাপারে জেলার বেশ কয়েকটি পরিবারকে চিহ্নিত করেছে একটি কমিটি। সেই তালিকায় রয়েছে মোট ১৭টি পরিবার। ঘটনাক্রমে ওই তলিকায় রয়েছে বুরহান ওয়ানির ভাই খালিদ ওয়ানিও। গত বছর এপ্রিল মাসে জেলার বাচুতে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় খালিদ। সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে