বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:৫৫:২৯

জালিয়াতি থেকে বাঁচতে মোবাইল থেকে এই ৪টি অ্যাপ মুছে ফেলুন!

জালিয়াতি থেকে বাঁচতে মোবাইল থেকে এই ৪টি অ্যাপ মুছে ফেলুন!

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকটি মোবাইল অ্যাপের মাধ্যমে মালওয়ারস সফটওয়্যার ছেড়ে দিচ্ছে পাকিস্তানের কিছু সংস্থা। এর ফলে আপনার মোবাইলের সব তথ্য পাচার হয়ে ‌যেতে পারে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এরকমই একটি সতর্কবাণী শোনানো হল। খবর ইন্ডিয়াডটকমের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে মোট ৪টি অ্যাপের কথা বলা হয়েছে। ওই অ্যাপগুলির মাধ্যমেই তথ্য চলে ‌যাচ্ছে জালিয়াতি সংস্থায়। ওই চারটি অ্যাপ হল Top Gun(গেমস অ্যাপ), Mpjunkie(মিউজিক অ্যাপ), Bdjunkie(ভিডিও অ্যাপ), Talking Frog(এন্টারটেইমেন্ট অ্যাপ)। এই অ্যাপগুলিকে এক্ষুনি মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের লাখ লাখ মোবাইল ফোনে হানা দিচ্ছে পাকিস্তানি হ্যাকাররা। মালওয়ার সফটওয়্যারের মাধ্যমেই ওই কাজ করছে তারা। ‌যদি কারও মোবাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধে থাকে তা হলে এই ধরনের সফয়ওয়্যারের সাহা‌য্যে জালিয়াতির সম্ভাবনা বেশি থাকে।

সম্প্রতি ভারতের বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম হ্যাক করার অভি‌যোগ উঠেছিল। তার পেছনেও ছিল এই মালওয়ার সফটওয়্যার। ‌যে‌ কোনও মোবাইল বা কম্পিউটারের তথ্য চুরি নেওয়া ‌যেতে পারে এই সফটওয়্যার ব্যবহার করে।

১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে