আন্তর্জাতিক ডেস্ক : বারবার অনুরোধ করা হয়েছিল নেমে যান কিন্তু কথা শোনেননি তিনি। তাই বাধ্য হয়ে তাকে টেনে হিচড়ে বিমান থেকে নামিয়ে দিলো নিরাপত্তা কর্মীরা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে। খবর সিবিএসের।
বিমানবন্দরের কোনো আনুষ্ঠানিকতাই তার পছন্দ না। আর তাই যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে ডেলটা এয়ারলাইন্সের এক বিমানে সবার চোখ ফাঁকি দিয়ে উঠে পড়েন তিনি।
কিন্তু বিপত্তি ঘটে উড্ডয়ণের ঠিক আগ মূহুর্তে। হিসাব করে দেখা যায় যাত্রীসংখ্যা বেশি। বিমানের ক্রুরা যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করে দেখেন এক নারী যাত্রী বিমানে উঠার কোনো আনুষ্ঠানিকতাই পালন করেননি।
বারবার তাকে বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ করেও যখন কাজ হচ্ছিল না তখন অগত্যা বিমান ক্রু ওই নারীকে পা ধরে টেনে হিঁচড়ে বের করে এনে পুলিশে দেয়া হয়।
সোমবার ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্টের ওই অনাকাক্ষিত ঘটনাটি কর্তৃপক্ষ বুধবার সবাইকে জানিয়েছে। কিন্তু ওই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, সান দিয়াগোগামী ওই বিমানে উঠার আগে সঙ্গে থাকা ব্যাগও পরীক্ষা করাননি ওই মহিলা। এমনকি, প্রয়োজনীয় কাগজপত্রও দেখাননি তিনি। তা সত্ত্বেও ওই নারী যাত্রী বিমানে উঠলেন কীভাবে তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস