বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৪:৪৪

আমার কাছে তথ্য রয়েছে, মোদি নিজে দুর্নীতিতে জড়িয়ে: রাহুল গান্ধী

আমার কাছে তথ্য রয়েছে, মোদি নিজে দুর্নীতিতে জড়িয়ে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রথম বার ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ উঠল নরেন্দ্র মোদির বিরুদ্ধে। দিল্লীতে ১৬টি বিরোধী দলকে পাশে নিয়ে কংগ্রেস সহ-সভাপতি বুধবার ইঙ্গিত দিয়ে দিলেন, সরকারের সঙ্গে আরও বড় সঙ্ঘাতে যাচ্ছেন বিরোধীরা।

বুধবার লোকসভা অধিবেশন শুরু হওয়ার আগে ১৬টি বিরোধী দলের নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠক করেন। রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্য, ‘আমাদের কাছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির তথ্য রয়েছে। সেই তথ্যই আমরা সংসদে তুলে ধরতে চাই। সরকার ভয় পেয়েছে। সেই কারণেই আমাদের বলতে দেওয়া হচ্ছে না।’

বিরোধীদের যদি আগে বলতে দেওয়া হয়, তা হলে সংসদ সচল রাখতে সব রকমের সহযোগিতা করা হবে, এমনই সিদ্ধান্ত হয় বিরোধী দলগুলির বৈঠকে। কংগ্রেস সহ-সভাপতি তথা উত্তরপ্রদেশের অমেঠির সাংসদ রাহুল গান্ধী লোকসভায় বিরোধীদের তরফে প্রথম বক্তা হবেন বলেও সিদ্ধান্ত হয়। কিন্তু সরকার পক্ষ লোকসভায় আগে বিরোধীদের বলতে দিতে রাজি হয়নি।

সরকারের তরফে জানানো হয়, বিরোধীরা সরকার পক্ষকে অপদস্থ করার নতুন ছক কষেছেন বলে তারা শুনছেন। রাহুল গান্ধীর বক্তব্য শেষ হওয়ার পর নাকি সংসদ আবার অচল করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই রাহুল গান্ধীকে আগে বলতে দেওয়া হবে না। আগে সরকার পক্ষ নিজেদের বক্তব্য রাখবেন, তার পর রাহুল গান্ধী এবং অন্য বিরোধী নেতাদের বলতে দেওয়া হবে, জানানো হয় সরকারের তরফে। এতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। স্বাভাবিক ভাবেই বিরোধীরা সরকারের প্রস্তাব মানতে রাজি হননি। ফলে লোকসভা ফের অচল হয়ে যায়।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে