আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের প্রধান সদর দপ্তরের পাশাপাশি অন্যান্য দপ্তরেও উড়বে ফিলিস্তিনি পতাকা। এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর পর পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন এবং হোলি সি’র পতাকা জাতিসংঘের সদর দপ্তরের পাশাপাশি এর অন্যান্য দপ্তরেও ওড়ানো হবে।
এই খসড়া প্রস্তাবের পক্ষে বিশ্বের ১১৯টি দেশ ভোট দিয়েছে। আটটি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে এবং ৪৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। ফিলিস্তিনের পক্ষ থেকে এই খসড়া প্রস্তাব গত ২৭ আগস্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করা হয়েছিল।
এই খসড়া প্রস্তাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে সংস্থাটির মহাসচিব বান কি মুনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের হাতে ২০ দিন সময় রয়েছে।
এছাড়া, বৃহস্পতিবারের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যবেক্ষক হিসেবে ওই দুই দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পারবেন।
ভোটাভুটি শুরুর আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর খসড়া প্রস্তাবের গুরুত্ব তুলে ধরে বলেন, এটা প্রতীকি হওয়া সত্ত্বেও এই অনুমোদন আমাদের জনগণের মাঝে আশা জাগিয়ে রাখবে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি এখনো আন্তর্জাতিক সমাজের সমর্থন আছে।
এদিকে, আমেরিক এবং তার ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসরাইল এই খসড়া প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ- মুখপাত্র মার্ক টোনার এই প্রস্তাবকে ‘ধ্বংসাত্মক’ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত এই খসড়া প্রস্তাব প্রত্যাখান করে বলেছেন, জাতিসংঘকে হাইজ্যাক করার এটি একটি ভয়ানক প্রচেষ্টা। সূত্র: রেডিও তেহরান
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস