বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ০২:০৩:৫২

পুলিশ সদস্যরা ঘুমায়নি বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সদস্যরা ঘুমায়নি বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদে পুলিশ সদস্যরা না ঘুমিয়ে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নির্ঘুম থেকে কাজ করেছেন।

বুধবার (২ এপ্রিল) ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাত-দিন থেকে কাজ করেছেন। এতে জনগণ স্বস্তিতে ঈদ পালন করতে পেরেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জ*ঙ্গিসহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না, তবে নিরীহ মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

ঈদে পুলিশ সদস্যরা ঘুমায়নি বলেই তাই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে এমন মন্তব্য করে তিনি বলেন, তারা রাত জেগে কাজ করেছে বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে