আন্তর্জাতিক ডেস্ক : তালিবানদের মদত দেওয়া নিয়ে রাশিয়া ও ইরানকে সাবধান করল ভারত৷ তবে রাশিয়ার সাফাই, তারা তালিবানকে কোনও সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে দেখে না, তাদেরকে তারা আফগানিস্তানের মাটিতে রাজনৈতিক ও সামরিক অভ্যুত্থানের নজরেই দেখে৷ একইসঙ্গে ইরানেরও সাফাই, আফগানিস্তানকে আইএস-এর গ্রাস থেকে দূরে রাখার মাধ্যম হিসাবেই তারা তালিবানের বিরোধিতা করে না৷
প্রসঙ্গত, আন্তর্জাতিক মহল মনে করছে আফগানিস্তানে রাজনৈতিক পরিস্থিতিকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে তালিবানকে ব্যবহার করছে রাশিয়া৷ তবে রাশিয়ার তালিবান মদত নিয়ে ভারত সতর্ক করলেও, ভারত যে পুরানো বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না সেকথাও এদিন স্পষ্ট করেন ভারতের বিদেশ সচিব বিকাশ স্বরূপ৷ তবে, তালিবান প্রসঙ্গে রাশিয়ার বেশকিছু কার্যকলাপে ভারত যে বিরক্ত তা এদিন তিনি বুঝিয়ে দেন ৷
এই সপ্তাহেই আফগানিস্তানের সংসদ ভবনে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ান দূত আলেকজান্ডার মানতিস্কি বলেন, তালিবানরা আফগানিস্তানের অভ্যন্তরে আন্দোলন পরিচালনা করতে সংগঠিত হয়েছিল৷ তার আইএস-এর মতো তারা আন্তর্জাতিক মহলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেনি৷ কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়নি৷ সম্প্রতি ইরানও তালিবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে৷ এমনকি ইরানি এক সংবাদসংস্থা সূত্রে খবর, তালিবানদের আদলে তৈরি তেহরান বলে এক গোষ্ঠীর অভ্যুত্থান হচ্ছে৷
যদিও তালিবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ অস্বীকার করেছে ইরান৷ আফগানিস্তানের অভিযোগ, তেহরান শুধুমাত্র তালিবান শীর্ষ নেতৃত্বের দ্বারাই তৈরি নয়, এমনকি তালিবানরা তেহরানদের অত্যাধুনিক অস্ত্রও সরবরাহ করে৷
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস