আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে রাশিয়ার হ্যাকিং বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুতিনকে সেপ্টেম্বরে একটি সম্মেলনে একথা বলেন বলে জানিয়েছেন ওবামা।
চলতি বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে শুক্রবার ওবামা দাবি করেন, পুতিন এই হ্যাকিং সম্পর্কে জানতেন। কারণ পুতিনের অগোচরে রাশিয়ায় তেমন কিছু ঘটে না। ওই সম্মেলনে পুতিনকে সতর্কও করেছিলেন ওবামা। জানিয়েছিলেন এর ফল ভালো হবে না।
পুতিনকে সতর্ক করার একমাস পর রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ উত্থাপন করে।
ওবামা তার উত্তরসূরী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নাম উল্লেখ করে সমালোচনা করেননি। তবে তিনি বলেছেন, কয়েকজন রিপাবলিকান মার্কিন নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।
রাশিয়ার সাইবার হামলার উদ্দেশ্য জানতে দলীয় তদন্ত করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে ওবামা বলেন, ‘আমদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর তা আমরা নেব।’ -বিবিসি।
১৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস