আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে পরাজয়ের জন্য প্রথমবারের মতো রাশিয়ান হ্যাকারদের হ্যাকিংকে দায়ী করলেন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত ‘রেষারেষি’ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। রাশিয়ার এই আক্রমণকে তিনি মার্কিন গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন। পাশাপাশি নির্বাচনের কয়েকদিন আগে এফবিআই প্রধানের একটি চিঠি প্রকাশকেও তার নির্বাচনি ফলাফলের পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন হিলারি।
যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসকে উদ্বৃত করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ম্যানহাটনে দাতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে রাশিয়ান হ্যাকারদের জড়িত থাকার কথা বলেছেন হিলারি ক্লিনটন।
মার্কিন নির্বাচনে রাশিয়ান হ্যাকারদের জড়িত থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টি ও হিলারির একজন ঘনিষ্ঠ কর্মীর ইমেইল ফাঁসের জন্য রাশিয়ার হ্যাকারদেরই দায়ী করছেন যুক্তরাষ্ট্রের অনেকেই। ক্রেমলিনের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও ওইসব হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার অভিযোগের কথা বলেছেন। ফাঁস হয়ে যাওয়া ওই সব ইমেইল হিলারির নির্বাচনি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলে।
এ বিষয়ে এতদিন পর্যন্ত মুখ খোলেননি হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার এসে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। ম্যানহাটনের ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুতিন তার নিজের লোকজনদের সন্ত্রাসের জন্য আমাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছিলেন। তখন তিনি যা বলেছিলেন এবং এই নির্বাচনে তিনি যা করে দেখিয়েছেন, তার মধ্যে যোগসূত্র ওই কথাগুলো।’
মার্কিন নির্বাচনে প্রভাব রাখা হ্যাকিং কেবল তার নিজের ও নির্বাচনি প্রচারণার ওপরই আক্রমণ নয়, বরং এটা গোটা যুক্তরাষ্ট্রের ওপরই আক্রমণ বলে মন্তব্য করেন হিলারি। তিনি বলেন, ‘এটা আমাদের দেশের ওপর আক্রমণ। এখানে আমরা স্বাভাবিক রাজনৈতিক উদ্বেগের ঊর্ধ্বে। এটি আমাদের গণতন্ত্রের শুদ্ধতার প্রশ্ন, এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।’
এর মধ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও হ্যাকিংয়ের পিছনে রাশিয়ার জড়িত থাকার কথা বলেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের একজন মুখপাত্রও জানিয়েছেন, এসব সাইবার হামলায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত ছিলেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই রাশিয়া হ্যাকিং করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগের কোনও তথ্য-প্রমাণ তারা জনসম্মুখে হাজির করেনি। ট্রাম্প নিজেও এমন অভিযোগকে ‘হাস্যকর’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। রাশিয়ার পক্ষ থেকেও বরাবরেই অস্বীকার করা হয়েছে এমন অভিযোগ।
ম্যানহাটনের ওই অনুষ্ঠানে বৃহস্পতিবার হিলারি তার পরাজয়ের জন্য এফবিআইয়ের একটি ঘোষণাকেও দায়ী করেছেন। নির্বাচনের ১১ দিন আগে এফবিআই পরিচালক জেমস কমি জানিয়েছিলেন, নতুন কিছু ফাঁস হওয়া ইমেইল নিয়ে তদন্ত করবেন তারা। হিলারির ইমেইল কেলেঙ্কারির সঙ্গে এসব ইমেইলের যোগসূত্র থাকতে পারে। নির্বাচনের দু্ই দিন আগে জেমস কমি এসব ইমেইলের সঙ্গে হিলারির কোনও ধরনের অপরাধের জড়িত থাকার নজির নেই বলে ঘোষণা দেন। তবে ততদিনে হিলারির নির্বাচনি প্রচারণায় এটা যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলে বলে মনে করা হয়। হিলারি নিজেও বৃহস্পতিবার এই বিষয়টিকে পরাজয়ের একটি কারণ বলে উল্লেখ করেন।
১৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস