আন্তর্জাতিক ডেস্ক : স্পেশাল অ্যাডপ্টেশন এজেন্সি। সংক্ষেপে SAA। যেসব শিশুর বাবা কিংবা মা সাজাপ্রাপ্ত আসামী, তারা এই হোমে স্থান পায়। ভারতের উত্তর চব্বিশ পরগনায় এই ধরনের SAA ছিল স্পেক হোম। প্রশাসনের আতস কাঁচের নীচে এই হোম প্রথম আসে, এক সাজাপ্রাপ্ত আসামীর শিশু উধাও হয়ে যাওয়ার পর।
স্ত্রী আশাকে খুনের মামলায় সাজা পান দীপঙ্কর মণ্ডল। ধরা পড়ার সময় তাঁর দুই মাসের একটি শিশু ছিল। নাম লোকনাথ। তার স্থান হয় স্পেক হোমে। বিচারপ্রক্রিয়া বছর দুয়েক চলে। এরই মাঝে নিজের সন্তানকে দেখতে চান দীপঙ্কর। জানা যায় শিশু ইতিমধ্যেই এক চিকিত্সক দম্পতিকে দত্তক দেওয়া হয়ে গেছে। -জি নিউজ।
১৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস