শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০১:২০:৫৯

৩ যুবকের কাছে কোটি টাকা উদ্ধার, কার কাছে যাচ্ছিল এত টাকা?

৩ যুবকের কাছে কোটি টাকা উদ্ধার, কার কাছে যাচ্ছিল এত টাকা?

আন্তর্জাতিক ডেস্ক : তিন যুবক ভারতের কলকাতার ম্যাঙ্গো লেনে বড় ব্যাগ নিয়ে ঘুরছিল শুক্রবার দুপুরে। সাদা পোশাকে কলকাতা পুলিশের গোয়েন্দারা ঘুরছিলেন ওই চত্বরে। সন্দেহ হওয়ায় তাঁরা তিন যুবককেই জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগ খুলতেই দেখা যায়, বান্ডিল বান্ডিল বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট।  

প্রদীপ রায়, সঞ্জীব ঘোষ ও অরুণ সিংহ -এই তিন যুবকের থেকে টাকার ব্যাপারে যথাযথ উত্তর না পেয়ে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রদীপ ও সঞ্জীব হুগলির বাসিন্দা। অরুণের বাড়ি কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায়।

তারা দাবি করে, রবীন্দ্র অগ্রবাল নামের এক ব্যবসায়ীর কাছে এই টাকা তারা নিয়ে যাচ্ছিল। কিন্তু কেন নিয়ে যাচ্ছিল, আর কার কাছ থেকে ওরা এই টাকা পেয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

পরে পুলিশ জানায়, মোট ১৪,৬২৪টি ৫০০ টাকার নোট এবং ৬৯৩৮টি ১০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য ১ কোটি ৪২ লক্ষ টাকা।
১৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে