আন্তর্জাতিক ডেস্ক : শনিবারই ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয় লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নাম৷ চলতি মাসের শেষেই অবসর নিচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ৷ ফলে নতুন বছর থেকেই জেনারেল হিসাবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল রাওয়াত৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের নয়া সেনাপতির সম্পর্কে দশটি তথ্য:
১৷ লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের শিক্ষার্থী৷ পরে তিনি যোগ দেন হায়ার কমান্ড অ্যান্ড ন্যাশনাল ডিফেন্স কলেজে৷
২৷ অফিসার হিসাবে উত্তীর্ণ হওয়ার পর ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে তিনি যোগ দেন ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে৷ দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির পক্ষ থেকে তাকে ‘Sword of Honour’ পুরস্কৃত করা হয়৷
৩৷ কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রাষ্ট্রীয় রাইফেলসের পদাতিক বাহিনীকেও নেতৃত্ব দেন বিপিন রাওয়াত৷
৪৷ নিয়ন্ত্রণ রেখা ছাড়াও ভারত-চীন সীমান্তেও বহু সেনা মোতায়েনে দায়িত্ব সামলেছেন তিনি৷
৫৷ মেজর জেনারেল হিসাবে ইস্টার্ন কমান্ড হেড-কোয়ার্টার্সে ও সাউথ-ইস্টার্ন আর্মি মেকানাইজড ওয়রফেয়ার ডিভিশনের জেনারেল অফিসার ইন কমান্ডের দায়িত্বও সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি৷
৬৷ স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেও পটু এই লেফটেন্যান্ট জেনারেল৷
৭৷ দিল্লির সেনা হেডকোয়ার্টার্সের স্টাফ হিসাবে ডাইরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনস ও মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি৷
৮৷ কঙ্গোতে আন্তঃরাষ্ট্রীয় বাহিনীর নেতৃত্বও দিয়েছিলেন বিপিন রাওয়াত৷ জাতিসংঘের শৌর্য পদকও তিনি দুবার পেয়েছেন৷
৯৷ এভাবে ভারতীয় স্থলবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামাল দিয়ে ৩৫ বছরের কর্মজীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত৷
১০৷ ২০১৭ সালের শুরুতেই ভারতীয় আর্মির জেনারেল হিসাবে দায়িত্ব নেবেন পাক অধিকৃত কাশ্মির নিয়ে কাজ করা রাওয়াত৷
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস