আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে সমবায় ব্যাংকে বাতিল নোট জমা করা বন্ধ ছিল। সেই নির্দেশের আগে জমা পড়া বাতিল নোটের ভাগ্য নির্ধারণ করল কেন্দ্র।
নোটবাতিলের পরে রাজ্যের শুধু নয়, দেশের সমস্ত সমবায় ব্যাংকগুলিতে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রিজার্ভ ব্যাংক জানিয়ে দেয় সমবায় ব্যাংকে বাতিল নোট আর জমা নেওয়া যাবে না।
সমবায় ব্যাংকগুলি জমা পড়া বাতিল নোটের বদলে রিজার্ভ ব্যাংক থেকে নতুন নোটও পাচ্ছিল না। ফলে কোটি কোটি টাকার বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে বিপাকে পড়েছিলেন সমবায় ব্যাংক কর্তৃপক্ষ।
অবশেষে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানাল, ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলিতে যে বাতিল নোট জমা পড়েছে তার যথাযথ অডিট হবে। কেউ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে বা কৃষক সমবায় সমিতির মাধ্যমে যে টাকা জমা করেছে, তাদের কেওয়াইসি বা নাম, ঠিকানা ও প্যান খতিয়ে দেখা হবে। এই কাজ করবে নাবার্ড।
যে সব অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও অসঙ্গতি পাওয়া যাবে না, শুধুমাত্র সেই অ্যাকাউন্টে জমা পড়া বাতিল নোটের বদলে নতুন নোট পাবে সমবায় ব্যাংকগুলি। এর সঙ্গে দেখা হবে বাতিল নোটের মধ্যে কোনও জাল নোট জমা পড়েছে কি না। -এবেলা।
১৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম