আন্তর্জাতিক ডেস্ক : দেশে বোবা কালার সরকার চলছে। নোট বাতিলের পর প্রথম প্রশাসনিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রশ্ন তুললেন মোদির ব্যক্তিগত দুর্নীতি নিয়ে। আশঙ্কা প্রকাশ করলেন আম জনতার জমানো টাকার ভবিষ্যত নিয়েও।
এদিন শুরুতেই বাউন্সার। তারপর অলআউট আক্রমণ। দুর্নীতির প্রশ্নে মোদিকে তুলোধনা করলেন মমতা। প্রশ্ন তুলে দিলেন মোদি সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে। বাঁকুড়ায় এদিন ৪৬০ কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। দরিদ্র পরিবারে মৃতের সত্কারে সাহায্য করতে চালু হল সমব্যাথী প্রকল্প। মঙ্গলবার মুকুটমনিপুরে প্রশাসনিক মমতা ব্যানার্জী। বুধবার রওনা হয়ে যাবেন মেদিনীপুরে।
মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ভালোভাবে নেননি মমতা। শুরু থেকেই মোদির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তবে মোদিও এসব কথায় কান না দিয়ে তিনি তার সিদ্ধান্তেই অটল রয়েছেন। হয়ত এই কারণেই মমতা এদিন বললেন ‘দেশে বোবা কালার সরকার চলছে’।
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস