আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় একটি আর্ট গ্যালারি পরিদর্শনের সময় তার উপর এই হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ায় রুশ সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলার ঘটনা ঘটলো। গুরুতর আহত রুশ রাষ্ট্রদূতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।
আন্দ্রেই কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে হামলার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস