মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৮:২২:৫২

তাজমহল উড়িয়ে দিতে জঙ্গিদের নতুন অ্যাপ

তাজমহল উড়িয়ে দিতে জঙ্গিদের নতুন অ্যাপ

আন্তর্জাতিক ডেস্ক : গোলা বন্দুক বোমার দাপটে আর কাজ হচ্ছে না। শিশুমনেও সন্ত্রাসের বীজ বুনে দিতে বদ্ধপরিকর ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস। তাই এবার এমন এক অ্যাপ বানিয়েছে তারা, যা দিয়ে সারা বিশ্বের নানা দর্শনীয় জিনিস ধ্বংস করার গেমস খেলা যেতে পারে।

৯/‌১১-‌র আদলে টুইন টাওয়ার ধ্বংস করার গেম সেই অ্যাপে তো রয়েছেই। সঙ্গে থাকছে লন্ডনের বিগ বেন, ভারতের তাজমহল, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি ধ্বংস করার গেমসও। আপাতত সিরিয়া এবং ইরাকের নেটওয়ার্কে এই গেম ডাউনলোড করে খেলা যাচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘‌হুরুফ অফ অ্যালফাবেট’‌।

অ্যাপটির বিবরণে বলা হচ্ছে, ‘‌বিদেশি এই সব স্থাপত্য ধর্মের বিরোধী। তাই এগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত।’ পাশাপাশি গেমসে থাকছে শিশু জঙ্গিদের হাতে বন্দিদের শিরচ্ছেদ বা গুলি করার হত্যা করার দৃশ্য।‌ বলাই বাহুল্য শিশুমনে এই সমস্ত গেমস বিরূপ প্রভাব ফেলছে।

মার্কিন সেনার কর্নেল ডোরিয়ান বলেছেন, ‘‌ইরাক এবং সিরিয়ায় সেনার দাপটে আইএস এখন কোণঠাসা। তাই ভবিষ্যতে জঙ্গি তৈরি করার জন্য এই ধরনের ঘৃণ্য গেমস তৈরি করেছে তারা।’‌

২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে