মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৯:০২:৪৪

রাহিল শরিফ আমাকে দেশ ছাড়তে সাহায্য করেছিল:‌ মোশাররফ

রাহিল শরিফ আমাকে দেশ ছাড়তে সাহায্য করেছিল:‌ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রশাসন এবং বিচারব্যবস্থার ওপর সেনার প্রভাব তুলে ধরলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। জানালেন তাকে দেশ ছাড়তে সাহায্য করেছিলেন সদ্য বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফ। সোমবার রাতে ‘‌দুনিয়া নিউজ’‌–এর টক শোয় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মোশাররফ বলেন, ‘‌রাহিলের আগে আমি সেনাপ্রধান ছিলাম। আমি তার বস ছিলাম। আমার রেহাই নিয়ে রাজনীতি চলছিল। আমার বাইরে যাওয়া আটকানোর চেষ্টা হয়। এই অবস্থায় রাহিল আমাকে বার হতে সাহায্য করেন।’‌

পারভেজ মোশাররফের কথায়, পাকিস্তানে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে। তিনি বলেন, রাহিল শরিফ সরকারকে চাপ দেন। এরপর চুম্বকের মত কাজ হয়। সরকার আদালতকে জানায় আমার রেহাইয়ে আপত্তি নেই। আদালতও চিকিৎসার জন্য আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়। ২০০৭ সালের নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন মুশারফ। বিচারকদের গ্রেপ্তার করে বা তাদের ক্ষমতা খর্ব করা হয়। তার যৌক্তিকতা নিয়ে আদালতে মামলা চলছিল।  ‌

১৯৯৯ সালের ১২ই অক্টোবর তারিখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। পরে ২০০১ সালের ২০শে জুন তারিখে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে