মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৬:১৭

আকাশে চিনা যুদ্ধ বিমান! পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি

আকাশে চিনা যুদ্ধ বিমান! পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধং দেহী মনোভাব চিনের। তাইওয়ানের আকাশ দিয়ে চিনের যুদ্ধবিমান যাওয়ার ছবি প্রকাশ করল চিনের বায়ুসেনা। পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স (পিএলএএএফ) তাদের সোশ্যাল মিডিয়া সাইট সিনা উইবো অ্যাকাউন্টে ছবিগুলি প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, তাইওয়ানের পর্বতমালার উপর দিয়ে উড়ে যাচ্ছে চিনা যুদ্ধবিমান। যার ফলে নতুন করে চিনের তাইওয়ান নীতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল।

কিছুদিন আগেই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের একপেশে নীতির সমালোচনা করেছিলেন। আর এরপরেই তাইওয়ানের আকাশ দিয়ে উড়ে গেল চিনের যুদ্ধ বিমান।

যেভাবে বিতর্কে উসকে তাইওয়ানের  আকাশের উপর দিয়ে যুদ্ধ বিমান ওড়ানো হয়েছে, তা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তাইওয়ান সরকার। এই বিষয়ে চিনকে কড়া ভাষায় জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান সরকার।-কলকাতা২৪
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে