বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৮:১৮

তুরস্কে রুশ রাষ্ট্রদূত খুন, কঠিন প্রতিশোধের ঘোষণা পুতিনের

তুরস্কে রুশ রাষ্ট্রদূত খুন, কঠিন প্রতিশোধের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি আর্ট গ্যালারি পরিদর্শন করছিলেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। হঠাৎই হামলার শিকার হন তিনি। বন্দুকধারীর ওই হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ হামলার নির্দেশদাতাকে খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন। রাশিয়া ও তুরস্ক বলেছে, এ হামলার উদ্দেশ্য স্পষ্টত দু’ দেশের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করা। কিন্তু এ সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে উভয় দেশ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে ‘উস্কানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর উদ্দেশ্য মস্কো ও আঙ্কারার সম্পর্কের পুনর্মিলন ও সিরিয়া সংঘাত সমাধা করার প্রচেষ্টা ব্যাহত করা। রাশিয়া বলছে, ‘যে অপরাধ সংঘটিত হয়েছে তা নিঃসন্দেহে উস্কানিমূলক। এর উদ্দেশ্য ছিল রাশিয়া-তুরস্ক সম্পর্কের স্বাভাবিকীকরণ ও সিরিয়ার শান্তি প্রক্রিয়া ব্যাহত করা। এ প্রক্রিয়া সক্রিয়ভাবে এগিয়ে নিচ্ছে রাশিয়া, তুরস্ক ও ইরান।’

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এর প্রতিক্রিয়া একটিই হতে পারে। সেটি হলো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করা। আর ঘাতকরা এটি অনুভব করবে।’ রাশিয়ান কর্মকর্তারা এ হত্যাকাণ্ড তদন্তে আঙ্কারায় যাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জানতে হবে কে এই হত্যার নির্দেশ দিয়েছে।’

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভের হত্যাকারীর নাম-পরিচয় প্রকাশ করেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা দাবি করেছে, অ্যাডিনে জন্ম নেওয়া ২২ বছর বয়সী হত্যাকারীর নাম মেভলুট মার্ট আলটিনটাস। দাঙ্গা পুলিশের হয়ে কাজ করতেন তিনি।

২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার হত্যাকারী মেভলুট মার্ট আলটিনটাস সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী সুলায়মান সয়লু বলেন, ‘তিনি ২২ বছর বয়স্ক একজন ব্যক্তি। গত আড়াই বছর ধরে দাঙ্গা পুলিশের হয়ে কাজ করতেন।’

সিএনএন তুর্কিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী একাই ছিল। হামলাকারীকে ‘আমি এখান থেকে জীবিত ফিরব না’ বলতে শুনেছেন তিনি। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়েও কথা বলে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে,  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয়েছে। হামলাকারী রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে।

বিবিসি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে। হামলার মোটিভ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। বিবিসির প্রতিনিধিরা জানিয়েছেন, পুলিশের পরিচয়পত্র দেখিয়ে হামলাকারী গ্যালারিতে প্রবেশ করে বলে শোনা যাচ্ছে।

অনুষ্ঠানটির ভিডিওতে দেখা যায়, স্যুট পরিহিত সুদর্শন এক যুবক হাতে রিভলবার নিয়ে চিৎকার করছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলটিনটাস-এর জন্ম ১৯৯৪ সালে। মন্ত্রী সয়লু বলেন, পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যাডিনে জন্ম তার। রুশ রাষ্ট্রদূতকে হত্যার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তিনি।

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে