বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০১:১৩:২৭

আটক পাকিস্তানিকে ছেড়ে দিয়েছে বার্লিনের পুলিশ

আটক পাকিস্তানিকে ছেড়ে দিয়েছে বার্লিনের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাস বাজারে ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। সোমবার সন্ধ্যায় ভয়াবহ ঐ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জার্মানির পুলিশ রাজনৈতিক আশ্রয়প্রার্থী ২৩ বছর বয়সী পাকিস্তানি এক যুবককে আটক করে।

কর্তৃপক্ষ বলছে ঐ ব্যক্তিই হামলাকারী কিনা সেই অভিযোগের বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি নেই। এর আগে আটকের পরই নাভেদ বি নামে চিহ্নিত পাকিস্তানি ঐ নাগরিক এই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে। সে গত ফেব্রুয়ারি মাসে জার্মানিতে ঢুকেছিল।

ওদিকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলছেন, হামলাকারী যদি শরণার্থী কেউ হয় তবে তা মেনে নেয়াটা খুব কষ্টকর হবে। তিনি দোষী ব্যক্তিদের কঠোর সাজা দেয়ার কথা বলেছেন। মিসেস মের্কেলের জন্য এই ঘটনাটি একটি বড় রাজনৈতিক আঘাত হয়ে দেখা দিয়েছে এই কারণে যে তিনি অভিবাসীদের জন্য জার্মানির দরোজা খুলে রাখার পক্ষপাতী।-বিবিসি

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে