বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৩:৩০

এবার ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশ নিষিদ্ধ করল হংকং

এবার ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশ নিষিদ্ধ করল হংকং

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশ নিষিদ্ধ করল হংকং। মঙ্গলবার হংকং-এর অভিবাসন বিভাগ তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৭ সালের ২৭ জানুয়ারি থেকে।

এবার থেকে ভারতীয়দের হংকং-এ যাওয়ার আগে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। হংকং প্রশাসন তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘‌ভারতীয়দের এখানে আসতে হলে আগে নিজের নাম অনলাইনে নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত না করলে এই প্রদেশে ঢুকতে পারবে না। খবর আজকালের।

বর্তমানে ভারতীয়রা বৈধ পাসপোর্ট নিয়ে হংকং এলে বিনা ভিসায় ১৪ দিন থাকার অনুমতি দিত স্থানীয় প্রশাসন। অনেকে মনে করছেন ব্রিটিশের পূর্বতন উপনিবেশ হংকং-এর সিদ্ধান্তে অনেক ভারতীয়দের আর্থিকভাবে ক্ষতির সন্মুখীন হবে। ব্যবসা-‌বাণিজ্য থেকে ভ্রমণের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে ভারতীয়দের।

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে