বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১০:২২:২০

রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ডে সেই গুলেন নেটওয়ার্ক?

রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ডে সেই গুলেন নেটওয়ার্ক?

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে এবার নাম উঠে এল গুলেন নেটওয়ার্কের। মার্কিন মুলুকে বসবাসকারী ফেতুল্লাহ গুলেন নামে ওই দেশটির নির্বাসিত বিতর্কিত নেতার ইশারাতেই হামলা বলে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন খোদ আঙ্কারার মেয়র।

এনিয়ে তাঁর টুইট, তুরস্ক থেকে বিতাড়িত গুলেনের সঙ্গে সম্ভবত যোগ রয়েছে হামলাকারী পুলিসকর্মীর। এবছর জুলাইয়ে প্রেসিডেন্ট তায়িপ এরডোগানকে ক্ষমতাচ্যুত করতে দেশে অভ্যুত্থানের পিছনেও, গুলেনের নাম উঠে আসে।

অভিযোগ ওঠে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই বিদ্রোহে কলকাঠি নাড়ছেন এই ধর্মযাজক। যদিও ইতিমধ্যে রুশ রাষ্ট্রদূত হত্যার কড়া সমালোচনা করেছেন গুলেন। এর পাশাপাশি, নিরাপত্তায় ফাঁকফোকরের অভিযোগে, তুরস্ক প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। -জি নিউজ।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে