বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১১:১০:৩৭

হিলারির পরাজয়ের ৩ কারণ জানালেন বিল ক্লিনটন

হিলারির পরাজয়ের ৩ কারণ জানালেন বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : ‘তিনি খুব বেশি কিছু জানেন না। তবে ক্ষুব্ধ শ্বেতাঙ্গ পুরুষদের ভোট কী করে নিজের দিকে টানতে হয়, সেটা তিনি ঠিকই জানেন।’— আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অপেক্ষায় থাকা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এ মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি এটাও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রী হিলারি ক্লিনটনের পরাজয়ের পেছনে শ্বেতাঙ্গ পুরুষ ভোটারদের ক্ষোভ একটা অন্যতম কারণ।

নিউ ইয়র্কের বেডফোর্ড ও পাউন্ড রিজের সাপ্তাহিক পত্রিকা রেকর্ড-রিভিউকে দুই দিন আগে দেওয়া সাক্ষাৎকারে হিলারির পরাজয়ের জন্য বিল ক্লিনটন কেবল ভোটারদের একাংশকে দায়ী করেছেন, তা-ই নয়—প্রশ্নবিদ্ধ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ও  রাশিয়ার ভূমিকাকেও।

বিল ক্লিনটন খোলাখুলি বলেছেন, এফবিআইয়ের পরিচালক জেমস কোমির কারণে হিলারিকে নির্বাচনে মূল্য দিতে হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে কোমি ঘোষণা দিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারির ই-মেইল চালাচালির বিষয়টি নিয়ে নতুন তদন্ত হবে। তবে নির্বাচনের একেবারে আগমুহূর্তে কোমি জানান, হিলারির বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনের আগের দুই সপ্তাহে হিলারির পুরনো বিষয় নিয়ে এফবিআইয়ের টানাটানি ভোটারদের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন বিল ক্লিনটন।

রাশিয়ানরা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সার্ভার হ্যাক করার কারণেও হিলারিকে চড়া মূল্য দিতে হয়েছে বলে বিল ক্লিনটনের অভিমত। এফবিআই-রাশিয়ার নেতিবাচক ভূমিকা তুলে ধরে হিলারি সম্পর্কে বিল ক্লিনটন বলেন, ‘সব কিছুর বিরুদ্ধে সে লড়াই চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে রাশিয়া ও এফবিআইয়ের মুখোমুখি হতে হলো। এর বিরুদ্ধে সে আর পেরে ওঠেনি। ’

বিপুল ব্যবধানে জয় পাওয়ার যে দাবি ট্রাম্প করেছেন, সেটি উড়িয়ে দেন তিনি। সূত্র : সিএনএন।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে