বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৮:২৩:২৭

মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ, রেগে গেলেন মমতা, কেজরিওয়াল!

মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ, রেগে গেলেন মমতা, কেজরিওয়াল!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় কে প্রথম? কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। নোটবাতিলের পরে প্রথম বিরোধিতা শুরু করেন মমতা ব্যানার্জী। কিন্তু মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তোলার ক্ষেত্রে এক কদম এগিয়ে গেলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। আর এতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কিংবা আম আদমি পার্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তোলা নিয়েও ঐক্য রইল না বিরোধীদের। বুধবার গুজরাতে একটি জনসভায় মোদির বিরুদ্ধে বিভিন্ন শিল্প গোষ্ঠীর থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। এতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস, আম জনতা পার্টি।

রাহুল গান্ধী অবশ্য মোদির বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ তোলেননি। বেশ কয়েকদিন ধরে ‘ভূমিকম্প’ ঘটাবেন বলে আজ যে অভিযোগগুলি তিনি করেছেন, তা বহুলচর্চিত। দেখে নেওয়া যাক বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদি সম্পর্কে কী কী অভিযোগ উঠেছে—

১। কয়লা কেলেঙ্কারির তদন্তে ২০১৩ সালে সিবিআই আদিত্য বিড়লা গোষ্ঠীতে হানা দিয়ে তাদের সিইও-র কম্পিউটার থেকে একটি নথি উদ্ধার করে। তাতে ‘গুজরাত সিএম’কে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে লেখা পাওয়া যায়। পরে অবশ্য জেরায় ‘গুজরাত সিএম’ নরেন্দ্র মোদি নন বলে জানায় আদিত্য বিড়লা গোষ্ঠী।

২। দিল্লীর নয়ডায় সাহারা গোষ্ঠীর কর্পোরেট দফতরে ২০১৪ সালের ২৭ নভেম্বর হানা দিয়ে একটি নথি পাওয়া যায়। সেখানেও ‘মোদিজি’-কে ৪০ কোটি টাকা দেওয়ার উল্লেখ ছিল।

৩। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০ হাজার কোটি টাকার গ্যাস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

৪। প্রধানমন্ত্রী হওয়ার পরেও একটি বড় অভিযোগ ওঠে নরেন্দ্র মোদির বিরুদ্ধে। আদানি গোষ্ঠীর ২০০ কোটি টাকা জরিমানা মাফ করার পিছনে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ দিন রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে অভিযোগ তোলার পরেই সরব হয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ ডেরেক ও ব্রায়েন সাংবাদিক সম্মেলন করে বলেন, আজ রাহুল গান্ধী যা বলেছেন, তা অনেক আগেই বলেছে তৃণমূল কংগ্রেস।

ডেরেক বলেন, ‘আমরা বলেছিলাম অনেক বড় বড় রাজনীতিবিদ টাকা পেয়েছেন সাহারা থেকে। তার মধ্যে মোদিবাবুও রয়েছেন। সিবিআই তদন্ত হোক। এটা আমরা প্রথম বলেছিলাম। ২০১৪ সালে ২ ডিসেম্বর সংসদের বাইরে আমরা, তৃণমূল সাংসদরা লাল ডায়েরি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলাম।’

রাহুলের অভিযোগ তোলার পরে এই কৃতিত্বের ভাগ চেয়েছে আম আদমি পার্টিও। দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও দাবি করেছেন যে, এইসব অভিযোগ রাহুলের অনেক আগেই করেছেন তিনি।
২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে