আন্তর্জাতিক ডেস্ক : মায়ের গলা কেটে নৃশংসভাবে হত্যা করল যুবক। আর তারপর মায়ের পচা-গলা দেহ নিয়ে কয়েকদিন কাটিয়ে দিল সে। আরব আমিরাতের শহর সার্জার যুবকের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, ২৯ বছরের ওই যুবক মানসিক অবসাদগ্রস্ত ছিল। সার্জার আল নাখলা অঞ্চলের বাসিন্দা ওই যুবক তার মায়ের সঙ্গে থাকত বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মায়ের গলা কেটে নৃশংসভাবে হত্যা করে যুবক। তারপর মায়ের বিকৃত এবং পচা-গলা দেহ নিয়ে বেশ কয়েকদিন কাটিয়েছে ওই যুবক। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং যুবককে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে যুবক মাকে হত্যার কথা স্বীকার করে নেয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
যুবকের শারীরিক এবং মানসিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, যুবক মানসিক অবসাদগ্রস্ত। বর্তমানে তাকেও চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস