বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০২:১১:২৯

এই দৈত্যই গিলে নেবে রাশিয়ার বরফ

এই দৈত্যই গিলে নেবে রাশিয়ার বরফ

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম দর্শন মনে হতে পারে ‘স্টার ওয়ার’ সিনেমার কোনও মহাকাশ যান৷ তবে জানলে অবাক হবেন৷এটা সিনেমায় থ্রিডি প্রযুক্তিতে তৈরি কোনও যান নয় বা মহাকাশ যানও নয়৷ বাস্তবেই রয়েছে এর অস্তিত্ব৷ এটি হল রাশিয়ার নয়া পরমাণু চালিত আইসব্রেকার৷ নাম ‘লিডার’৷ রাশিযার নর্দার্ন সি-রুটকে সারা বছর বরফ মুক্ত রাখতে ব্যবহার করা হবে এটি৷ এই যান তৈরির সমস্ত পরিকল্পনা ছিল রাশিয়ার ডেপুটি প্রাই-মিনিস্টার ডিমিট্রি রোগোজিনের৷ ২০১১ সাল থেকে রাশিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির দায়িত্ব রয়েছে যার কাঁধে৷

প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই আইসব্রেকার ৪.৫ মিটার গভীর বরফ কাটতে সক্ষম৷ নর্দান সি-রুট দিয়ে একবারে প্রায় তিনলক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে লিডার৷ এই দৈত্যাকার জলযানটি তৈরি হয়েছে রাশিয়ার উত্তরের শহর ক্রাইলভের স্টেট রিসার্চ সেন্টারে৷ রাশিয়ার ডেপুটি প্রাই-মিনিস্টার জানিয়েছেন, এর আগে আইসব্রেকারের কাজে লাগান হত বহু পুরানো দুটি জলযানকে৷ এবার সেই দুটির পরিবর্তে কাজ করবে লিজার৷

রাশিয়ান সংবাদ মাধ্যম সূত্রে খবর, লিডারের দৈর্ঘ ১৭৮ মিটার ও প্রস্থ ৪০ মিটার৷ ১০ ফুট মোটা বরফ কাটতে সক্ষম এটি৷ জানা গিয়েছে, বিশ্ব উষ্ণায়োনের সঙ্গে পাল্লা দিতেই লিডারে ব্যবহার করা হয়েছে পারমাণবিক জ্বালানী৷-কলকাতা২৪

২২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে