বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:১৮:৫৫

মাঝপথেই গুঁড়িয়ে গেল ভারতের পরমাণুবাহী দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র

মাঝপথেই গুঁড়িয়ে গেল ভারতের পরমাণুবাহী দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ব্যর্থ হলো ভারতীয় ক্রুজ মিসাইল 'নির্ভয়'-এর পরীক্ষা। এই নিয়ে চার বার ডাহা ফেল দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র।

সমর বিশেষজ্ঞরা দাবি অনুযায়ী, ১০০০ কিমি পাল্লায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে পরমাণু সমরাস্ত্র বহনে সক্ষম ভূমি-অ্যাটাক ক্রুজ মিসাইল। কিন্তু, বুধবারের পরীক্ষাতেও আশানুরূপ কিছু করতে পারেনি এই ক্ষেপণাস্ত্রটি।

গতির দিক থেকে শব্দের সঙ্গে তুলনা টানা হয় নির্ভয়ের। ২০১৩-র মার্চ থেকে এ পর্যন্ত চারবার পরীক্ষা হয়েছে শব্দের থেকে কম গতির ক্রুজের। পরীক্ষায় মানোত্তীর্ণের যে মাপকাঠি, কোনোবারই সেই গণ্ডি পেরোতে পারেনি নির্ভয়। বুধবার দুপুরে বালেশ্বর থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময়, পথচ্যুত হয়ে মাঝআকাশেই ধ্বংস হয়ে যায়। সূত্রের খবর, ছোড়ার দু-মিনিটের মধ্যেই এটি ধ্বংস হয়ে গেছে।

এর আগে ২০১৩ সালের মার্চ প্রথম পরীক্ষার সময়েও পুরোপুরি ব্যর্থ হয়েছিল ক্রুজ। পরের বছর অর্থাত্‍‌ ২০১৪-র অক্টোবরে দ্বিতীয়বারের পরীক্ষায় আংশিক সফল। এর পর ২০১৫ সালের অক্টোবরে তৃতীয় ও এদিন চতুর্থবারের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেনি।

৭০০ থেকে ৫০০০ কিলোমিটার পাল্লার অগ্নি সিরিজের বিভিন্ন ব্যালেস্টিক মিসাইলের ক্ষেত্রে DRDO আশাতীত সাফল্য পেলেও, নির্ভয়ের মতো ক্রুজে এসে হোঁচট খাচ্ছে। যদিও রাশিয়ার সাহায্য নিয়ে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল বানাতে সক্ষম হয়েছে ভারত। তবে, তার পাল্লা মাত্রই ২৯০ কিলোমিটার।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে