বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:২২:৫৬

উত্তর কোরিয়াকে ঠেকাতে দ্রুত বিশেষ ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ

উত্তর কোরিয়াকে ঠেকাতে দ্রুত বিশেষ ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াং কিও-আন পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় দেশটিতে দ্রুত ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংসদ অধিবেশনে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, নিরাপত্তার জন্য ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ মোতায়েন করতেই হবে। উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় ‘থাড’ মোতায়েনে এক মুহূর্তও অপেক্ষা করা সিউলের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।

অবশ্য, দক্ষিণ কোরিয়ার বিরোধী দলগুলো এর আগে ‘থাড’ মোতায়েনে বিলম্ব করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া, চীন যখন এ মোতায়েনের তীব্র বিরোধিতা করছে তখন এ আহ্বান জানালেন প্রেসিডেন্ট ওয়াং।

গত জুলাইয়ে কোরিয় উপদ্বীপে ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করে ওয়াশিংটন ও সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হবে বলে চুক্তির পর যৌথ বিবৃতিতে দাবি করা হয়। চুক্তি অনুযায়ী ২০১৭ সালের মে মাসের মধ্যে দেশটিতে 'থাড' মোতায়েনের কথা রয়েছে। সূত্র : ওয়েবসাইট
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে