বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৮:৩২

এবার পাকিস্তানে ঘাঁটি গাড়ছে আইএস!‌

এবার পাকিস্তানে ঘাঁটি গাড়ছে আইএস!‌

আন্তর্জাতিক ডেস্ক : এবার পাকিস্তানেও জাল ছড়াচ্ছে জঙ্গি সংগঠন আইএস। প্রচুর অস্ত্রশস্ত্র সহ পাঞ্জাব প্রদেশ থেকে গ্রেপ্তার ১ যুবক। বুধবার লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে, পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় হানা দিয়ে ওই আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছেন সন্ত্রাস দমন শাখার কর্মকর্তারা। জঙ্গি সংগঠনের পতাকা ছাড়াও, তার কাছ উদ্ধার হয়েছে থেকে প্রচুর অস্ত্রশস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে রাখা হয়েছে তাকে।

এতদিন ‘‌আল কায়দা,’‌ ‘‌হাক্কানি নেটওয়ার্ক,’‌ ‘‌লস্কর ই তৈবা’‌–র মতো জঙ্গি সংগঠনগুলিকে নিরাপদ আশ্রয় দিয়ে এসেছে পাকিস্তান সরকার। তাদের মদতেই প্রতিবেশি দেশগুলিতে নাশকতামূলক হামলা চালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা। কিন্তু মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস–এর নামে নড়েচড়ে বসেছে ইসলামাবাদ। দেশের বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে ধর পাকড় শুরু হয়েছে। এর আগে, গত রবিবার লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে, পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান জেলার রাখ রোঝানি মৌজার একটি বাড়িতে হানা দিয়ে ৫ আই এস সন্দেহভাজনকে মেরে ফেলেছে পুলিশ ও সন্ত্রাস দমন শাখার কর্মকর্তারা।

পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের আত্মসমর্পণ করা সুযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ দেখেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পুলিশ পাল্টা জবাব দিলে ৫ জঙ্গির মৃত্যু হয়। কিন্তু পুলিসের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় তাদের ৪ সঙ্গী। মৃত জঙ্গিদের মধ্যে মালিক তেহসিন ও কামরান নামের দু’‌জনকে শণাক্ত করা গিয়েছে। কয়েক মাস আগে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল তারা।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে