শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০২:১৩:১১

শত্রুদের তুলনায় রাশিয়ার সেনা বেশি শক্তিশালী:‌ পুতিন

শত্রুদের তুলনায় রাশিয়ার সেনা বেশি শক্তিশালী:‌ পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ফের দেশের শত্রুদের কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রুদের তুলনায় রাশিয়ার সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী। বৃহস্পতিবার মস্কোয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকের পরেই একথা জানান তিনি। বলেন, ‘এখন আমরা বলতেই পারি, যেকোনও শত্রুর তুলনায় রাশিয়ার সেনাবাহিনীর শক্তি অনেক বেশি। গোটা বিশ্বে যে রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদের পরিকল্পনা করে দেশের শত্রুদের মোকাবিলা করতে হবে। ’‌

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা করার পাশাপাশি যেকোনও পরিস্থিতির জন্য তাঁদেরকে সবসময় সাবধান থাকতে বলেছেন তিনি। প্রথমে ক্রিমিয়া এবং পরে সিরিয়া নিয়ে রাশিয়া এবং পশ্চিমী দেশগুলোর মধ্যে উত্তেজনা চরমে। চলতি বছরেই রাশিয়ার সীমান্তে ন্যাটো এবং রাশিয়ান সেনাবাহিনীর একাধিক মহড়া তাতে ইন্ধন জুগিয়েছে। এর মধ্যে পুতিনের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইঘু জানিয়েছেন, প্রথমবারের জন্য দেশের পুরো সীমান্ত জুড়ে অ্যান্টি মিসাইল সিস্টেম বসানো হয়েছে। পাশাপাশি রাশিয়ার সীমান্তে ন্যাটো বাহিনীর ড্রোন এবং সেনা মোতায়েন করার সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন সের্গেই। ‌‌-আজকাল

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে