আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। বুধবার রাতে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির হেডকোয়ার্টারে এই বিস্ফোরণটি হয়৷ যদিও ঘটনায় কোনও জখম হওয়ার খবর মেলেনি৷ যদিও গুরুতর জখম হয়েছেন বছর ৩৫-এর গাড়ির চালক৷ তাঁকে ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটিও পুরোপুরি ভস্মীভূত৷ আগুনে ভস্মীভূত দোতলা একটি অফিস।
ভারতের সময় বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগানো হয়েছিল। তবে ঘটনার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন৷ যদিও পুলিশের দাবি, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির ডিরেক্টর লাইল শেলটনের দাবি, এই ঘটনা পরিকল্পিত৷
তাঁদের বেশ কিছু পদক্ষেপের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ সম্প্রতি, বিবাহের বিরোধিতা, স্কুলগুলির নিরাপত্তার দাবি তোলার কারণেই তাঁদের সংগঠনকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ লাইল শেলটনের৷ এমনকি তাঁদের সংঠনের সদস্যদেরও ব্যক্তিগতভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷ -সংবাদ প্রতিদিন
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ