শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:১২:৪৫

প্রতিবাদ করায় এবার শিক্ষককে মারধর করলো

প্রতিবাদ করায় এবার শিক্ষককে মারধর করলো

আন্তর্জাতিক ডেস্ক:  প্রতিবাদ করায় মার খেলেন শিলিগুড়ির এক শিক্ষক। আহত শিক্ষককে চিকিত্‍সা করাতে হয়  হাসপাতালে । গতকাল সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাবুপাড়ায়।  পুলিস ঘটনার তদন্ত করছে।

জানা গেছে, গতকাল সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন শিলিগুড়ি বয়েজ স্কুলের শিক্ষক অরূপ ঘোষ। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা আর একটি বাইক ধাক্কা মারে অরূপবাবুর বাইকে। এনিয়ে দুজনের মধ্যে বচসা বেধে যায়।

কিছুক্ষণ পর এলাকা থেকে চলে যায় ওই বাইক চালক। পরে YMCA ক্লাবের কাছে অরূপ ঘোষকে ধরে ফেলে মারধর করে ওই বাইক আরোহী। হেলমেট দিয়েও মারধর করা হয় তাঁকে। আঘাত লাগে অরূপ ঘোষের মাথায় ও মুখে। পরে হাসপাতালে চিকিত্‍সা করা হয়  তাঁর।-জিনিউজ

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে