শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৯:২৬

বিমানে মহিলার শ্লীলতাহানি, ভারতীয় আটক

বিমানে মহিলার শ্লীলতাহানি, ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই থেকে নেওয়ার্ক যাওয়ার পথে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ভারতীয়কে আটক করা হয়েছে। তাঁকে গতকাল নিউ জার্সির একটি আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল ও ২৫০,০০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে।

অভিযোগ অনুযায়ী, গত ২১ ডিসেম্বর মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার নেওয়ার্কগামী বিমানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গনেশ পারকার বিসনেজ ক্লাসের যাত্রী ছিলেন। কিন্তু সেখান থেকে ইকোনমি ক্লাসে গিয়ে এক মহিলা যাত্রীর পাশে বসেন। ওই মহিলা ঘুমিয়ে পড়লে বছর ৪০-এর গনেশ তাঁর সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ।

অভিযোগকারিণী গনেশকে চিনতেন না। বিমানে স্বল্প সময়ের জন্য গনেশের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল।

ঘটনার পর গনেশ তাঁর আসনে ফিরে যান। উড়ানের বাকি সময়ে গনেশ নির্যাতিতার কাছে দুটি চিরকুট পাঠিয়ে ‘মুহূর্তের বোকামি’-র জন্য ক্ষমা প্রার্থনা করেন। -এবিপি আনন্দ।
২৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে