শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ১০:১৭:৩৭

পানি নিয়ে পাক-ভারত যুদ্ধের শঙ্কা

পানি নিয়ে পাক-ভারত যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্যার সমাধান এখনও হয়নি। এরই মধ্যে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের পানি সমস্যা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিন্ধু অববাহিকা থেকে ভারত সর্বাধিক পরিমাণ পানি সরিয়ে নিতে চাচ্ছে। ফলে এ নিয়ে উভয় দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিতে পারে। খবর বিবিসির।
 
বিবিসির খবরে বলা হয়েছে- সিন্ধু, চেনাব এবং ঝিলাম নদীতে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বড় বড় জলাশয় নির্মাণ করবে এবং খাল খনন করবে। এ তিনটি নদী ভারত-প্রশাসিত কাশ্মীরের ভেতর দিয়ে প্রবাহিত হলেও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এর বেশিরভাগ পানির হিস্যা পাকিস্তানের। ভারত ও পাকিস্তান ১৯৬০ সালে সিন্ধু পানি বণ্টন চুক্তিতে সই করে।
 
ভারত এখন যে পরিকল্পনা নিচ্ছে তাতে পাকিস্তান অত্যন্ত নাখোশ হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
 
সিন্ধু অববাহিকায় ভারতের দুটি বড় পানি বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে।
 
তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে তারা সিন্ধু অববাহিকায় পানি ব্যবহার নিয়ে তেমন একটা চিন্তাভাবনা করেনি। তাদের এই পরিকল্পনায় চুক্তির বরখেলাপ হবে না।
 
গত সেপ্টেম্বরে ভারত-প্রশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ণ শুরু করে বলে জানা গেছে।
 
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের জন্যই ভারত পানি বণ্টন ইস্যুটিকে ব্যবহার করতে চাচ্ছে।
২৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে