আন্তর্জাতিক ডেস্ক : "বখাটে ছেলের মত ব্যবহার কোর না। আমাদের সঙ্গে পাঙ্গা দিতে আসে না অ্যামেরিকাও। তাই বুঝেশুনে।" ঠিক এইরকম কড়া ভাষাতেই ভারতকে শাসাল চীন। দালাই লামা 'তাস' খুব বেশি খেললে, ফল যে ভালো হবে না, সতর্ক করল চীন। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জিনিউজ।
সেখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প 'ওয়ান চায়না' পলিসি চ্যালেঞ্জ করেছিল। তাইওয়ানের মত স্পর্শকাতর ইস্যুতে নাক গলানোর চেষ্টা করেছিল। কিন্তু ওই পর্যন্তই। অ্যামেরিকাকে 'সবক' শেখানো হয়ে গেছে। তারপর আর চীনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস করেনি অ্যামেরিকা।
এটা দেখে যেন ভারত অবশ্যই 'প্রয়োজনীয় শিক্ষাটা' নিয়ে নেয়। চীনকে চটানোর 'দুঃসাহস' না করে। আরও বলা হয়েছে, "ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হতে পারে, কিন্তু দূরদৃষ্টি ভীষণ কম। তাই দালাই লামা ইস্যু নিয়ে নাড়াচাড়া করলে ফল ভুগতে হতে পারে ভারতকে।"
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস