আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার আকাশ থেকে বিমান ছিনতাই৷ অপরহণকারীরা বিমানটিকে নামিয়েছে নিকটবর্তী দেশ মাল্টার বিমানবন্দরে৷ বিমানে রয়েছেন ১১৮ জন যাত্রী৷ ধারণা করা হচ্ছে বিমানটি অবতরন করেছে ইউরোপের দ্বিপরাষ্ট্র মাল্টায়।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানে থাকা দুই অপহরণকারী বিস্ফোরণ ঘটনারো হুমকি দিয়েছে৷ এদিকে মাল্টা জুড়ে চরম সতর্কতা জারি হয়েছে৷ ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জোসেফ মাসকট জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষায় সবরকম চেষ্টা করা হবে৷ মাল্টা আন্তর্জাতিক বিমান বন্দর ঘিরে নিয়েছেন রক্ষীরা৷
Afriqiyah Airways এই বিমানটি লিবিয়ার সাবা শহর থেকে ত্রিপোলি বিমান বন্দর যাচ্ছিল৷ মাল্টার কাছাকাছি বিমানটিকে জোর করে অবতরণ করায় দুই অপহরণকারী৷ Afriqiyah Airways লিবিয়ার বেসরকারি বিমান কোম্পানি৷
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকট এক টুইটে জানিয়েছেন, ‘লিবিয়ার অভ্যন্তরীন একটি ফ্লাইটের সম্ভাব্য ছিনতাই পরিস্থিতি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে যা মাল্টায় অবতরণ করেছে। নিরাপত্তা ও জরুরি অভিযান বাহিনী প্রস্তুত রয়েছে।’
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস