শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৫:৩৫

১১৮ যাত্রীসহ বিমান ছিনতাই : ৬৫ জনকে মুক্তি, বাকিরা এখনো বন্দি

১১৮ যাত্রীসহ বিমান ছিনতাই : ৬৫ জনকে মুক্তি, বাকিরা এখনো বন্দি

আন্তর্জাতিক ডেস্ক : উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১১৮ জন যাত্রী সহ লিবিয়ার বিমান অপহরণ করে নিয়ে যাওয়া হল ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায়। পরে মহিলা ও শিশু সহ ৬৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিরা সবাই বন্দি। খবর এবিপির।

সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার লিবিয়ার আন্তঃদেশীয় সরকারি বিমান সংস্থা আফ্রিকিয়া এয়ারওয়েজের একটি বিমানকে অপহরণ করে ২ জন অপহরণকারী।

বিমানটি লিবিয়ার সৈকত নিকটবর্তী শহর সাবা থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু, মাঝপথে অপহরণ করে বিমানটিকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মল্টায় নিয়ে যাওয়া হয়।

মাল্টার সরকারি চ্যানেল দাবি করে, ২ অপহরণকারীর হাতে হ্যান্ড গ্রেনেড ছিল। তারা তা দিয়ে বিমানকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে জানা গিয়েছে। বিমানে ১১১ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

মাল্টার বিমানবন্দরে অপহৃত এয়ারবাস এ৩২০ বিমানটি অবতরণ করায় অপহরণকারীরা। সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের টারম্যাক ঘিরে ফেলে বাহিনী। এমনকী, সব বিমানের ওঠানামাও বাতিল করে দেওয়া হয়।

এরমধ্যেই, আটক যাত্রীদের মুক্তির জন্য মাল্টার জাতীয় নিরাপত্তা কমিটি অপহরণকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দেয়। এরপরই মহিলা ও শিশু সহ ৬৫ জনকে মুক্তি দিতে সম্মত হয় অপহরণকারীরা। তবে, বিমানচালককে মুক্তি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এদিকে, অপহরণকারীদের দাবি সম্পর্কে এখনও সবিস্তারে জানা যায়নি।

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে