আন্তর্জাতিক ডেস্ক: উত্তর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি শক্তিশালী টাইফুন ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। এটি বড়দিনে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। দ্য গার্ডিয়ান।
রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে ফিলিপাইনের লুজোনের দ্বীপের পূর্বদিকে ‘নক-টেন’ নামের টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ফিলিপাইনে টাইফুনটির নাম দেওয়া হয়েছে ‘নিনা’।
ফিলিপাইনের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালে ক্যাটাগরি-৩ মাত্রার টাইফুনটি ফিলিপাইনের পূর্বে অবস্থান করছে। এটি ২০ কিলোমিটার বেগে সামনে এগুচ্ছে। এই গতিতে অগ্রসর হতে থাকলে বড়দিনে এটি ফিলিপাইনে আঘাত হানবে এবং এর পরদিন ম্যানিলার পাশ ঘেঁষে যেতে পারে।
টাইফুনের ফলে দেশটির পূর্বদিকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টাইফুন ‘নিনা’র প্রভাবে প্রবল বর্ষণ দেখা দিতে পারে। এর ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবছর লাখ লাখ ফিলিপিনো বড়দিনের ছুটি কাটাতে ও উৎসবে যোগ দিতে স্থল, সমুদ্র ও আকাশ পথে নিজ শহরে যান। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে টাইফুন ‘হাইয়ান’এর আঘাতে ফিলিপাইনে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর