রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৯:০৯

পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে!

পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে পাকিস্তান হিন্দু সেবাসংঘের সেক্রেটারি কিরণ কুমারী মাতৃভাষার অধিকারের আন্দোলন থেকে স্বাধিকার পর্যন্ত বাঙালিদের আত্মত্যাগের ইতিহাস সবিস্তারে জেনে শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানিদের বর্বরতার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে গেছে কিন্তু পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।’

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘পাকিস্তানে  প্রতি মাসে গড়ে ২৫টি ধর্মান্তরিত করার ঘটনা ঘটছে। নির্যাতন-নিপীড়ন সেখানকার নিত্যনৈমিত্তিক বিষয়। ’ তিনি এর প্রমাণস্বরূপ ৩০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। এনআরবি নিউজ।

২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে