আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম সহযোগী হিসাবে ভারতকে আগেই মান্যতা দিয়েছে মার্কিন কংগ্রেস৷ এবার সেই বন্ধুত্ব আরও মজবুত করল ২০১৭-র মার্কিন প্রতিরক্ষা বাজেটে ওবামার সই৷ এই প্রতিরক্ষা বাজেটে ৬১৮ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে৷ আর এই বাজেট অনুযায়ী আরও উন্নত হবে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন বন্ধুত্ব৷
অন্যদিকে, হাক্কানি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান যে পদক্ষেপ নিচ্ছে তাতেও বেশকিছু মার্কিন ডলার বরাদ্দ্ করা হয়েছে এই বাজেটে৷ প্রসঙ্গত, হাক্কানি নেটওয়ার্ক হল এমন একটি জঙ্গি সংগঠন যা ন্যাটো বাহিনী ও আফগান সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে৷
এই মুহুর্তে অবশ্য বারাক ওবামা হাওয়াই দ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত৷ তবে সূত্রের খবর, তাঁর কার্যকালের শেষবেলায় প্রতিরক্ষা বাজেটে সই করার পর মার্কিন প্রতিরক্ষা সচিবকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন ওবামা। যার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে অন্যতম সহযোগী হিসাবে গড়ে তুলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন ওবামা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মার্কিন সেনেটে ২০১৭ ন্যাশনাল ডিফেন্স অফরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ৯-৭ ভোটে মার্কিন সেনেটে পাশ হয়েছে৷ তারও আগে ৩৭৫-৩৪ ভোটের ব্যবধানে এই বিল পাশ হয় হাউস অফ রিপ্রেজেনটেটিভসে৷ বিশেষজ্ঞদের মধ্যে এই গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির ফলে ভারত আমেরিকা দুদেশের মধ্যে প্রতিরক্ষা, বানিজ্য, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার পথ আরও প্রশস্ত হবে৷
অন্যদিকে পাকিস্তানকেও অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিতে সম্মতি জানিয়েছে আমেরিকা। যে সমরাস্ত্রের সাহায্যে রাতেও দূর থেকে শত্রুর উপস্থিতি বুঝতে পারবে পাকিস্তান৷ যে প্রযুক্তি AH-1Z কোবরা অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে৷ এই হেলিকপ্টার মার্কিন সামুদ্রিক বাহিনীতেও ব্যবহৃত হয়ে থাকে৷ তবে এই প্রযুক্তি পাকিস্তানের হাতে গেলে ভারতে ক্ষেত্রে চিন্তার কোনও কারণ হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।-সংবাদ প্রতিদিন
২৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ