সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:৫৩:১৪

নতুন মাইলফলক ছুঁয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন

নতুন মাইলফলক ছুঁয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মাইলফলক ছুঁয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। সোমবার (১৩ জুলাই) প্রথমবারের মতো এর দাম ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে, যা ভার্চুয়াল মুদ্রাটির ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

সোমবার এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম গিয়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ২০৭.৫৫ মার্কিন ডলারে। সর্বশেষ এটি ১.৫ শতাংশ বৃদ্ধিতে ১ লাখ ২০ হাজার ৮৫৬.৩৪ ডলারে লেনদেন হয়।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

দামের এই উত্থানের পেছনে কী কারণ?

মার্কিন প্রতিনিধি পরিষদ এই সপ্তাহে ডিজিটাল সম্পদ-খাতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা শুরু করেছে। বিনিয়োগকারীরা আশা করছেন, এই বিলগুলো পাশ হলে ক্রিপ্টোখাত একটি শক্তিশালী আইনগত ভিত্তি পাবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ বলে দাবি করেছেন এবং এই খাতের পক্ষে আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। এতে বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

এদিকে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ব্ল্যাকরক-এর  স্পট বিটকয়েন ইটিএফ-এ এখন ৭ লাখের বেশি বিটকয়েন রয়েছে। এমন বৃহৎ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাজারে স্থিতিশীলতা ও আস্থা তৈরি করছে।

ক্রিপ্টো বিশ্লেষকরা মনে করছেন, ১ লাখ ২০ হাজার ডলার দাম অতিক্রম করে ফেলায় বিটকয়েনের জন্য দেড় লাখ ডলার দামের লক্ষ্যমাত্রা এখন বাস্তবসম্মত। কয়েনটেলিগ্রাফ জানিয়েছে, দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং চেইন-ভিত্তিক মেট্রিক্সগুলোও এই ঊর্ধ্বগতি সমর্থন করছে।

বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য প্রায় আড়াই ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ক্রিপ্টো টোকেন ইথারের দামও বেড়ে ৩ হাজার ৪৮.২৩-এ পৌঁছেছে। সমগ্র ক্রিপ্টো মার্কেটের সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে। সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে