আন্তর্জাতিক ডেস্ক : ৯১ আরোহী নিয়ে একটি রুশ সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি (রাশিয়ান টেলিভিশন) খবরটি নিশ্চিত করেছে।
আরটির খবরে বলা হয়েছে, সোচি রিসোর্ট থেকে সিরিয়ার লাতাকিয়া সামরিক ঘাঁটির পথে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যে কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাবার সময় বিমানটি রাডার বিচ্ছিন্ন হয়। বিমানে থাকা ৯১ আরোহীর মধ্যে ৮৩ জন যাত্রী। বাকী ৮ জন বিমান কর্মী।
একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আরেক রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, বিমানে সামরিক কর্মকর্তা, সাংবাদিক এবং একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী রয়েছেন।
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম