আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীকে মিশেলকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মিত্র।
তিনি ম্যাড কাউ রোগে ওবামার মৃত্যু কামনা করেছেন। শুক্রবার নিউইয়র্ক থেকে প্রকাশিত আর্টভয়েস নামের এক সাপ্তাহিক ম্যাগাজিনে কার্ল পালাদিনো এ মন্তব্য করেন।
পালাদিনো প্রেসিডেন্ট বারাক ওবামার মৃত্যু কামনার পাশাপাশি ফার্স্ট লেডি মিশেল ওবামাকে গরিলার সঙ্গে আফ্রিকার কোনো এক গুহায় বসবাসের পরামর্শ দিয়েছেন।
ব্যবসায়ী পালাদিনো ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে নিউইয়র্কের কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ম্যাগাজিনটির পক্ষ থেকে পালাদিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০১৭ সালে তিনি কি দেখতে বেশি পছন্দ করবেন?
জবাবে পালাদিনো বলেন, 'আমি চাই- ম্যাড কাউ রোগে আক্রান্ত হয়ে যেন বারাক ওবামা মারা যান। আর মিশেল ওবামাকে যেন জিম্বাবুয়ের কোনো জনবিরল স্থানে ছেড়ে দেয়া হয়। যেখানে কোনো এক গুহায় গরিলার সঙ্গে তিনি আরামে বসবাস করতে পারবেন।'
এদিকে তার এ মন্তব্য ঘিরে অফলাইন ও অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিতর্কিত এ মন্তব্যের কারণে পালাদিনোকে কড়া সমালোচনার মুখোমুখি হতে হতে হচ্ছে।
পালাদিনোকে হারিয়ে নিউইয়র্কের নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, 'ট্রাম্প মিত্র যে ভাষায় প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আক্রমণ করেছেন তা এক কথায় বর্ণবাদী, কদর্য ও নিন্দনীয়।'
কদর্য ভাষায় উত্তেজক মন্তব্য করায় পালাদিনো খুব পটু, এমনটা উল্লেখ করে তিনি আরও বলেন, পালাদিনোর বক্তব্য একান্তই নিজের। দায়িত্বশীল নিউইয়র্কবাসী তার কথার সঙ্গে কোনোভাবেই একমত নন। তার বাজে মন্তব্যের জন্য নিউইয়র্কবাসী লজ্জার মুখে পড়েছে।
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম