আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে মাত্র একশো টাকার নামমাত্র খরচে ভারতীয় নাগরিকত্ব পাবেন হিন্দুসহ প্রতিবেশী দেশগুলির সমস্ত সংখ্যালঘু উদ্বাস্তুরা। ১৫ হাজার টাকার বদলে তাদের দিতে হবে এই একশো টাকা। গতকাল শনিবার এক গেজেট নোটিফিকেশন জারি করে একথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্থান ও বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্শি ও খ্রিস্টানরা এবার থেকে ভারতীয় নাগরিকত্ব পাবেন মাত্র একশো টাকার বিনিময়ে।
তবে এই তিন দেশ ছাড়া অন্য কোনও দেশের সংখ্যালঘু হলে উদ্বাস্তু হিসাবে ভারতে নথিভূক্ত থাকলে দিতে হবে দশ হাজার টাকা। অন্য কোনও দেশে নথিভূক্ত থাকলে দিতে হবে পনের হাজার টাকা। এজন্য ২০০৯ সালের নাগরিকত্ব আইন সংশোধন করেছে কেন্দ্র।
নতুন নিয়মে জেলাশাসক, ডেপুটি কমিশনার বা কালেকটরের অনুপস্থিতিতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সামনেও নাগরিকত্বের শপথ নিতে পারবেন ওই ব্যক্তিরা। এদিকে কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হিন্দু সংগঠনগুলি।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস